২৩শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪২ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একসময় মাহফিলের তারিখ নির্ধারণের সময় অগ্রিম টাকা নিতে বলে স্বীকার করেছেন দেশের জনপ্রিয় বক্তা মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে গত ৪ জানুয়ারি ২০২১ স্ট্যাটাস দিয়ে স্বীকার করেছেন।
তিনি বলতে চেয়েছেন, এখন আর তিনি অগ্রিম টাকা নেন না। নিয়ে থাকলেও তা ফেরত দিতে রাজি আছেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর ২০২০ সালে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুড়া ইউনিয়নের একটি মাহফিলের জন্য অগ্রীম টাকা নিয়ে কনফার্ম করেছিলেন তিনি। কিন্তু পরে সে দাওয়াতে উপস্থিত হতে পারেননি। এজন্য সারাদেশে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে থাকে।
অগ্রিম অর্থ নেয়ার বিষয়ে দেয়া ফেসবুক স্ট্যাটাসটি অবিকল তুলে ধরা হলো-
আসসালামু আলাইকুম। প্রিয় ভাইসব, অনেকেই টাকা পয়সার বিষয়ে কথা বলছেন কিন্তু আমি বর্তমানে কোন মাহফিলের দাওয়াত নিতে অগ্রীম টাকা গ্রহণ করিনা। তবে অতীতের কোন ঘটনায় এরুপ হয়ে থাকলে, আমি তাঁদের টাকা ফেরৎ দিতে বাধ্য। এ ক্ষেত্রে আমার মাদ্রাসায় যে কোন শুক্রবার বাদ জুমা সরাসরি সাক্ষাৎ করে উপযুক্ত প্রমাণাদি পেশ করলে, আমি সে পাওনা মিটিয়ে দিব ইনশা-আল্লাহ। মাদ্রাসায় আসার বিস্তারিত ঠিকানা নিম্নে ভিজিটিং কার্ডে দেয়া আছে।
সকলের নেক দোয়া কামনা করছি
বিনীত- আব্দুল খালেক শরিয়তপুরী
এদিকে শরীয়তপুরীর বাবা একজন রিক্সাচালক। সোশ্যাল মাধ্যমে এমন খবর প্রচারিত হলে টনক নড়ে সাধারণ জনতার। যার বয়ানে হেদায়াতের খোরাক পান সাধারণ মানুষ। তিনি কিনা নিজের বাবার খরবই রাখেন না? থাকেন আলাদা। বাবা-মাকে নিয়ে ভাইরাল হয় তার ফোন রেকর্ডও। নিজের জন্মদাতা বাবা-মাকে ‘অন্যরকম’ বলে মন্তব্য করেন তিনি।
এরপরই তার বিষয়ে সমালোচনা আসতে থাকে চারিদিকে। অবশেষে গত ২৯ ডিসেম্বর সব ভুলে নিজের বাবাকে বাসায় নিয়ে আসেন মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। নিজেদের ভেতরের সকল বিষয় মীমাংসা করে নেন তারা।