২৬শে জানুয়ারি, ২০২১ ইং , ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস-সানি, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাস ও টমটমের সংঘর্ষে কক্সবাজারের উখিয়ায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো দুইজন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার কুতুপালংয়ে বালুখালী কাস্টমস সংলগ্ন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মনির আহমদ এবং টমটম চালক ও পালংখালী বটতলী এলাকার ওরফে আবুইল্লা মিস্ত্রির ছেলে জাফর আলম। আহতদের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে টেকনাফ অভিমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস কুতুপালংয়ে বালুখালী কাস্টমস সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
/এএ