কাবা শরিফের সাবেক ইমাম শায়খ আলি সাবুনির ইন্তেকাল

কাবা শরিফের সাবেক ইমাম শায়খ আলি সাবুনির ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র কাবা শরিফের সাবেক অতিথি ইমাম শায়খ মুহাম্মাদ আলি সাবুনি (৯১) শুক্রবার (১৯ মার্চ) তুরস্কের ইয়েলওয়াতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শাখ আল-সাবুনি সিরিয়ায় জন্মগ্রহণ করলেও তিনি দীর্ঘ ২৮ বছর ধরে সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদালয় এবং মক্কার বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা করেছেন। কুরআনুল কারিমের তাফসির নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বই রচনা করেছেন।

আরও পড়ুন: মসজিদে আকসার শতবর্ষী খাদেমের ইন্তেকাল

শায়খ আল-সাবুনি পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে ৫৭ বছর আগে ইমামতি করেছিলেন। তিনি ১৩৮৫ হিজরির রমজান মাজে কাবা শরিফে তারাবিহ নামাজের ইমামতি করেছিলেন।

কাবা শরিফের সাবেক এ অতিথি ইমাম ও ইলমে দ্বীনের খাদেম শায়েখ আল-সাবুনিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

সূত্র: হারামাইনশারিফাইন ডটকম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *