২৬শে জানুয়ারি, ২০২১ ইং , ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস-সানি, ১৪৪২ হিজরী
সহিহ হাদিস মতে আখেরি জমানায় দাজজাল এসে বহুবিধ লোভ দেখিয়ে বলবে, আমাকে সবাই রব মানো।
তখন প্রলোভনে পড়ে অন্যান্য মানুষদের মতো নামধারি মুসলিমরাও দাজজালের ওপর ঈমান আনবে।
দাজজাল এসে তো মানুষকে মিথ্যা জান্নাত ও স্বর্ণের পাহাড় দেখাবে,
এমনকি মানুষদের সামনে তাদের পিতা-মাতাকেও জীবিত করে দেখিয়ে ধোঁকা দিবে।
তখন নামধারি মুসলিমরাও বিনাপ্রতিবাদেই দাজজালকে রব বা প্রভু হিসেবে মেনে নেবে ।
আর যারা দাজজালের বিরোধীতা করবে, তারা মৌলবাদি-ধর্মান্ধ ইত্যাদি তকমা লাভ করবে।
তাদের ওপর নেমে আসবে ভয়াবহ অত্যাচার। তাদের ওপর চলবে নির্যাতনের স্টিমরোলার।
সে সময় হাতের ওপর জ্বলন্ত অঙ্গার রাখা সহজ হলেও ঈমান টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে।
তখন ঈমান নিয়ে মরতে পারাটাই হয়ে দাঁড়াবে চ্যালেঞ্জিং ব্যাপার।
ওই পরিস্থিতিতে একমাত্র আল্লাহ’র দয়া ছাড়া ঈমান নিয়ে মরার কোনো সুযোগ থাকবে না।
জানিনা, সেই ভয়াল সময়টি আমাদের গ্রাস করে ফেললো কিনা!
কেননা, অভিশপ্ত দাজজালকে হঠাৎ করেই যেন চারপাশে দেখতে পাচ্ছি-
সামান্য প্রলোভনেই অগনিত নামধারি মুসলিম ঈমানহারা হয়ে যাচ্ছে।
সামান্য স্বার্থের জন্য মুসলিমরাও শিরক এবং কুফরীতে লিপ্ত হচ্ছে।
চলমান সময়ের এই হাল-হকিকত দেখে তাইতো ভীত-সন্ত্রস্ত হয়ে প্রার্থনা করি-
ইয়া রব ! ইয়া আউয়ালিল আউয়ালিন !! ইয়া আখিরিল আখিরিন !
আপনি আপনার অনুগত গোলামকে দাজজালের ফিতনা থেকে সর্বান্তকরণে রক্ষা করুন
এবং সাচ্চা ঈমান নিয়ে মৃত্যুবরণের তৌফিক দান করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন।