২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ , ৭ই রমজান, ১৪৪২ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকার বাড্ডা থানা এলাকায় একটি আবাসিক ভবনে আচমকা আগুন লেগেছে।
সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যায় ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
/এএ