২২শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪২ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের মদিনা নগরীতে আগামী এক বছরের মধ্যে ১০ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে মদিনার পৌর সরকার। ২০২২ সালের মধ্যে মদিনা ও এর উপশহরগুলোতে বিপুলসংখ্যক বৃক্ষ রোপণ করা হবে।
মদিনা নগরীর রাস্তা-ঘাট ও বড় সড়কগুলো বনায়ন পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। তা ছাড়া আগে রোপণ করা ৩৬ লাখ ২৮ হাজার ৫৩৮ গাছ সুরক্ষা দিতে বিশেষভাবে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃক্ষরোপণ উদ্যোগের মাধ্যমে ক্ষতিকারক গাছের স্থানে পরিবেশবান্ধব ও মানববান্ধব হয়ে উঠবে বলে মনে করছেন মদিনার পৌর সরকার। এ ছাড়াও নগর উন্নয়ন, জীবনমান বৃদ্ধি, জলবায়ু প্রভাব হ্রাস ও বায়ুদূষণ কমাতে ব্যাপকভাবে সাহায্য করবে।
সৌদি আরবসহ পুরো বিশ্বকে সবুজ ভবিষ্যত গড়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। তা ছাড়া সবুজাঞ্চল বৃদ্ধির মাধ্যমে বৃক্ষরোপণের উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনরোধে সহায়তা করবে।
সূত্র : আরব নিউজ