করোনায় বিপর্যস্ত হয়ে হতাশার সুর ট্রাম্পের কণ্ঠে

করোনায় বিপর্যস্ত হয়ে হতাশার সুর ট্রাম্পের কণ্ঠে

করোনায় বিপর্যস্ত হয়ে হতাশার সুর ট্রাম্পের কণ্ঠে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: বিপর্যস্ত হয়ে হতাশার সুর ট্রাম্পের কণ্ঠে দেখা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে হতাশাই ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের কারণে আরোপিত লকডাউন থেকে বেরিয়ে আসবে না।

করোনার কারণে উদ্ভূত সঙ্কট থে কে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই মুক্ত হবে না বলে মন্তব্য করেন তিনি।

মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং কয়েক সপ্তাহ এবং সম্ভবত কয়েক মাসের জন্য নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা অব্যাহত রাখার বিষয়ে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের অন্যান্য কর্মকর্তারা্ও একই সুরে কথা বলেছেন।

শনিবার হোয়াইট হাউস করোনভাইরাস টাস্ক ফোর্সের ব্রিফিংয়ের সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প এক পর্যায়ে স্পষ্টভাবে সতর্ক করেন, ‘আরো মৃত্যু হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রে ৮,০০০ এরও বেশি লোক কোভিড -১৯ এ মারা গেছে। এই রোগ করোনাভাইরাস দ্বারা সৃষ্ট।

এমনকি লকডাউনের আওতায় থাকা বেশিরভাগ দেশের মধ্যেও মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে।

শনিবার সন্ধ্যায় দেয়া ট্রাম্পের বক্তব্য কিছুটা বিভ্রান্তিমূলক বার্তা হিসাবে এসেছে।

মহামারি সম্পর্কিত প্রশ্নগুলির দ্বারা এই বিভ্রান্তি আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : ইয়াহু নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *