খ্রিস্টপূর্ব আমলের ১০০টি রহস্যময় কফিন উদ্ধার

খ্রিস্টপূর্ব আমলের ১০০টি রহস্যময় কফিন উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিসরের সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে প্রায় আড়াই হাজার বছর পুরনো ১০০টি কফিন উদ্ধার করেছে দেশটির পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থান এই কবরস্থানের। কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে পাওয়া গেছে অক্ষত মমি। অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপও দেওয়া রয়েছে। আর কিছু কফিনের ভেতরে সোনার মূর্তিও রয়েছে বলে জানা গেছে।

আপাতত গবেষণার জন্য কফিন ও মমিগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

উদ্ধারকৃত কফিনগুলো পলিমেইক শাসনামলের বলে জানিয়েছেন মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানি। ৩২০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর ছিল পলিমেইকের শাসনামল। উদ্ধার হওয়া মমি ও কফিনগুলো কায়রোর তিনটি জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

তবে প্রদর্শনের আগে এই কফিন ও মমিগুলো সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে চাইছে মিসরের সরকার।

সাক্কারা নেক্রোপলিসের কবরস্থানে আরও একটি রহস্যে মোড়া কফিন উদ্ধার করা হয়েছে। তবে সেই কফিন সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি। চলতি বছরের শেষ দিকে সেগুলো সম্পর্কে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *