‍পিএসজিতে চলে আসো বন্ধু‍; মেসিকে নেইমার

‍পিএসজিতে চলে আসো বন্ধু‍; মেসিকে নেইমার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি বার্সা ছেড়ে দেয়ার ঘোষণার পর লিওনেল মেসিকে ঘিরে শুরু হয়েছে নানান গুঞ্জন। এর মধ্যে জানা গেল মেসিকে পিএসজিতে যোগ দিতে ফোনকলে অনুরোধ করেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমার। এমন খবর জানিয়েছে স্প্যানিশ একটি গণমাধ্যম। তাদের দাবি, মেসিকে কল করেছেন নেইমার। সেখানে নাকি ক্ষুদে জাদুকরকে পিএসজিতে যোগ দেয়ার অনুরোধ করেছেন নেইমার। এদিকে বাজারে গুঞ্জন, ব্রাজিলিয়ান তারকাকে ম্যানচেস্টার সিটিতে আমন্ত্রণ জানিয়েছেন মেসি।

৬ বারের ব্যালন ডি অর জয়ীর সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছে ম্যানসিটিকে। সেক্ষেত্রে পিএসজিতে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম বলে দাবি করছে গণমাধ্যমগুলো। আর নতুন ঠিকানায়ও নেইমারকে পাশে পেতে চান মেসি, এমন দাবিও করছে তারা।

উল্লেখ্য, মেসি-নেইমারের বন্ধুত্বের কথা সবারই জানা। বার্সেলোনায় চার মৌসুম খেলেছিলেন নেইমার। বিশ্বের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ তৈরি করেছিলেন দু’জন মিলে। পরে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে কাতালান ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকাকে ফেরাতে বারবারই ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

অন্যদিকে নেইমারও চেয়েছিলেন ফিরতে। গেল মৌসুমে দলবদলের সময় তো বার্সায় ফিরতে ফরাসী ক্লাবটির সঙ্গে মোটামুটি বিরোধেই জড়িয়ে পড়েছিলেন নেইমার। তবে শেষ পর্যন্ত তাকে কিনতে পারেনি বার্সা। ক্লাব সভাপতি তো সরাসরিই বলেছেন, নেইমার যেভাবে দল ছেড়েছে সেটি তাদের পছন্দ হয়নি। অর্থাৎ তারাও চাননি নেইমারকে ফেরাতে। মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেইমারের এই ঘটনাকেও বড় প্রভাবক বলে মনে করেন ইউরোপিয়ান ফুটবল বোদ্ধারা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *