রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৩৮১

রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৩৮১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সম্প্রতি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারান। ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল। দুর্ঘটনার পর ভবনের ও রেস্টুরেন্টগুলোর নানা অনিয়ম সামনে চলে আসে। পরে অভিযানে নামে পুলিশ।

গত ২৪ ঘণ্টার অভিযানে পাঁচ মামলায় ৩৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়। সোমবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আটক ব্যক্তিদের বেশির ভাগই রেস্টুরেন্টের ম্যানেজার। তাঁদের কাছে রেস্টুরেন্ট পরিচালনার বৈধ সব ডকুমেন্টস চাওয়া হয়েছে। এসব ডকুমেন্টস দেখে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ওয়ারী ডিভিশনের ডিসি ইকবাল হোসাইন বলেন, ‘আমরা র‍্যানকিন স্ট্রিটের ভবনগুলোতে অভিযান পরিচালনা করছি। আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে বসেছে। সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *