আরো দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সচিব হচ্ছেন

আরো দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সচিব হচ্ছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দুইজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগদানের জন্য সারসংক্ষেপ পাঠাতে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়কে। এ দু’জনের একজন হলেন ১৯৮২ ব্যাচের সিরাজুল ইসলাম মিয়া (সিরাজুল ইসলাম সাথী নামে পরিচিত)। আর অন্যজন হলেন ১৯৮৫ ব্যাচের সালেহ আহমেদ। তারা দু’জনই আগে যুগ্ম সচিব ছিলেন। পরবর্তীতে সালেহ আহমেদ ফ্যাসিবাদী শাসনের প্রতি সম্পূর্ণ আনুগত্য দেখান।

জানা গেছে, তারা দু’জনই রিভিউ কমিটিতে আবেদন করেছেন এবং তাদের মামলা বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে তা কমিটি এবং পদোন্নতি পেতে আগ্রহী কর্মকর্তাদের জন্য অবমাননাকর হবে বলে পদোন্নতি বঞ্চিত একাধিক কর্মকর্তা উল্লেখ করেছেন। এটা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Related Articles