আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নামে দৈনিক কালবেলার ভুয়া উদ্ধৃতির প্রতিবাদ

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নামে দৈনিক কালবেলার ভুয়া উদ্ধৃতির প্রতিবাদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  গত ০৪ মে ২০২৪ দৈনিক কালবেলা তাদের ওয়েবসাইটে ধর্মান্তরকরণে সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন! শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদনটির এক অংশে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ও পাথেয় টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর নামে একটি ভুয়া উদ্ধৃতি উল্লেখ করে লেখা হয়েছে— “সামাজিক নিরাপত্তার স্বার্থে ও বিশৃঙ্খলা ঠেকাতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত আলেম ও শোলাকিয়ার সাবেক ইমাম মাওলানা ফরীদ ঊদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘এ ধরনের অপরাধ সমূলে নির্মূল করতে হবে।’

আদতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ কালবেলা বা অন্যকোনো সংবাদমাধ্যমে এধরণের কোনো মন্তব্য করেননি। এমনকি শারিরীক অসুস্থতার কারণে তিনি কোনো গণমাধ্যমেই প্রায় বছরখানেক যাবত সাক্ষাতকার প্রদান করছেন না।

কাজেই আমরা দৈনিক কালবেলার এই ভুয়া তথ্য ও উদ্ধৃতির প্রতিবাদ জানাচ্ছি এবং তা অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে এধরণের ভুয়া উদ্ধৃতি প্রকাশ করা থেকে বিরত থাকতে দৈনিক কালবেলাকে আহ্বান জানাচ্ছি।