পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত হচ্ছে কবি ও সম্পাদক হাসান ইমতিয়াজের কাব্যগ্রন্থ ‘ভুলে যাও এইবেলা’। বইটি প্রকাশ করছে ‘হরিৎপত্র প্রকাশনী’। প্রচ্ছদ করেছেন ‘শ ই মামুন’। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। বইমেলায় প্রকাশনীর ৪৮ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
কবি ও কবিতার বই সম্পর্কে কবি ও প্রকাশক মাহমুদ নোমান বলেন, ‘হাসান ইমতিয়াজের কবিতা সহজ সরল বর্ণনায় গভীর উপলব্ধি। যা সবসময় সুখপাঠ্য হয়ে থাকে।’
তরুণ কবি হাসান ইমতিয়াজ পেশায় শিক্ষক। পাশাপাশি লেখালেখি ও সম্পাদনা করে থাকেন। তিনি প্রথম কবিতার বইটি নিয়ে খুবই আশাবাদী হয়ে বলেছেন, ‘আমার কবিতায় আর সবার থেকে ভিন্নতা আছে, এটা আমি নিশ্চিত বলতে পারি।’