এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনা কমেছে ৫০ শতাংশের বেশি

এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনা কমেছে ৫০ শতাংশের বেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের মাস এপ্রিলে ২ হাজার ৫০৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ৫২৭ এবং নিহত হয়েছেন ৪৫১ জন। মার্চ মাসের চেয়ে এ মাসে মোটরসাইকেল দুর্ঘটনা ৫৫ দশমিক ৫৩ শতাংশ কম হয়েছে। এতে আহত ও নিহতর ঘটনাও অর্ধেকের চেয়ে কম।

রবিবার (৩০ এপ্রিল) সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ২২টি জাতীয়, ২০টি টেলিভিশন, আঞ্চলিক ও স্থানীয় ৮৮টি নিউজ পোর্টাল এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৪৩১টি মোটরবাইক দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৩৫ জন, নিহত হয়েছেন ৩৪ জন। ৬৪৫টি ট্রাক দুর্ঘটনায় আহত ৩৬৮ এবং নিহত হয়েছেন ৪৩ জন। নির্ধারিত গতিসীমা না মেনে, বিশ্রাম না নিয়ে টানা ১২ থেকে ২০ ঘণ্টা বাহন চালনাসহ বিভিন্ন নিয়ম না মানায় ৮০৮টি বাস দুর্ঘটনায় আহত ৯৪৩ এবং নিহত হয়েছেন ২৮২ জন। দায়িত্বে অবহেলা, স্থানীয় পুলিশ-প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্নভাবে সড়ক-মহাসড়কে অবৈধ বাহন নাসিমন-করিমন এবং অন্যান্য ৩ চাকার বিভিন্ন ধরনের বাহনে ৬২২টি দুর্ঘটনায় আহত ৭৮১ এবং নিহত হয়েছেন ৮৯ জন।

এতে বলা হয়েছে, এবার বিভিন্ন স্থানে পরিবহন ভাড়া ২-৩ গুণ বেশি আদায় করার কারণে যাত্রীরা চরম ভোগান্তির কবলে পরলেও বিআরটিএ বা সংশ্লিষ্ট দফতরগুলোর কোনও মনিটরিং টিম ছিল না। বগুড়া, বরিশাল, নওগাঁ, ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের অধিকাংশ সড়ক পরিবহন মালিক-কর্তৃপক্ষই ভাড়া নৈরাজ্য করে যাত্রীদেরকে চরম ভোগান্তির শিকার করেছে। সড়কপথ, নৌপথ ও রেলপথের দুর্ঘটনামুক্ত পথ চলাচলের অধিকার রক্ষায় মালিক-শ্রমিক-প্রশাসনিক এবং সাধারণ জনগনের সমন্বয়ের কোনও বিকল্প নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *