পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন কোরবানির ঈদকে ঘিরে এক হাটের পশু অন্য হাটে নেওয়া যাবে না। জোরপূর্বক এক হাটের পশু অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম। তিনি বলেন, “প্রতিটি হাটে সবাইকে সতর্ক করা হয়েছে, কেউ এক হাটের গরু অন্য হাটে নিতে পারবে না।”
শুক্রবার (১৪ জুন) দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিক সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন আরাফাত ইসলাম।
তিনি বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হাটে সব সময় উপস্থিত থাকবেন। রোগাক্রান্ত এবং অসুস্থ গরু যাতে বিক্রি করা না হয়, তা তদারকি করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম দেখা গেলে প্রাণিসম্পদ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
প্রতিটি হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র্যাবের সদস্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “র্যাব ব্যাটালিয়নে কন্ট্রোল রুম প্যাট্রলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কোনো ক্রেতা-বিক্রেতার ভোগান্তি বা সমস্যা হলে আমাদের কন্ট্রোল রুম অথবা র্যাব সদস্যদের জানাবেন। আমরা সব ধরণের সহায়তা করব।”
কোরবানির পশুর চামড়া সিন্ডিকেটদের সতর্ক করে আরাফাত ইসলাম বলেন, “চামড়া নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না। চামড়ার ব্যবসা নিয়ে যাতে কোনো এলাকার মধ্যে কোনো গোলমালের সৃষ্টি না হয়, সে ব্যাপারে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলবে।”
তিনি বলেন, “রাজধানীর প্রতিটা মহল্লা ও রাস্তাঘাটে আমাদের টহল টিম এবং স্ট্রাটাইকিং টিম আছে। কোরবানির পশু নিয়ে অথবা পশু কিনতে হাটে যাওয়ার সময় রাস্তায় যাতে কোনো ধরনের সমস্যা পড়তে না হয়, সে ব্যাপারেও আমরা সতর্ক আছি।”