পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পুলওয়ামা জম্মু ও কাশ্মির রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ জন নিহত হয়েছে বলে জানা যায়। ২১ ডিসেম্বর শুক্রবার জম্মু ও কাশ্মির রাজ্যের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করছে পুলিশ।
পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা আনসার গাজওয়াত উল হিন্দের সদস্য। এই সংগঠনটি নিয়ন্ত্রণ করতেন মোস্ট ওয়ান্টেড জঙ্গী জাকির মুসা। সংগঠনটি আল কায়েদার একটি শাখা সংগঠন।
পুলিশ জানায়, পুলওয়ামার আরামপোড়া গ্রামে জঙ্গিরা ঘাঁটি তৈরি করেছে-এই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী। সে সময় গুলি ছুঁড়ে জঙ্গিরা, পাল্টা গুলি চালায় সেনারা। গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এদিকে রত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৭০ জন। জানা যায়, আহতদের মধ্য থেকে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে নিহত প্রত্যেকেরই মাথা ও বুকে গুলি চালানো হয়। কাশ্মীরের ডিভিশনাল কমিশনারকে পুলওয়ামার ঘটনা নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন রাজ্যপাল। সেইসঙ্গে সংঘর্ষস্থলে না আসতে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছেন তিনি।
বেসারমকির ব্যক্তি হত্যার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে স্থানীয় প্রশাসন। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয়রা বিক্ষোভ করছিল এবং তারা সেনাবাহিনীর গাড়িতে উঠে পড়ার চেষ্টা করলে বাধ্য হয়ে গুলি চালানো হয়।
পুলিশ দাবি করেছে, ১৭ ডিসেম্বর সোমবার ভোরে পুলওয়ামার সিরনু গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। তল্লাশির সময়ে জঙ্গিরা গুলি ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়। অভিযানের পরে স্থানীয়রা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এসময় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়িতে উঠে পড়ার চেষ্টা করলে প্রথমে ফাঁকা গুলি ছোড়া হয়। তাতে বিক্ষোভকারীরা নিবৃত না হওয়ায় নিরাপত্তাবাহিনী গুলি চালাতে বাধ্য হয় বলে জানায় পুলিশ।
এর আগে ১৫ ডিসেম্বর শনিবার ভোরে ভারতের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধে এক সেনাসহ ৮ জন নিহত হয়েছে বলে জানা যায়। নিহত ৭ জন হলেন বেসামরিক লোক। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, পুলওয়ামা জেলায় একটি ফলের বাগানে তিন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে- এই খবর পাওয়ার পর শনিবার ভোরে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, যৌথভাবে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
সূত্র: জি-নিউজ