কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মিরে প্রথম ভোট হচ্ছে আজ

কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মিরে প্রথম ভোট হচ্ছে আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আজ শুরু হচ্ছে বিধানসভা। কাশ্মিরিরা দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো ভোট দেবেন।

এর আগে ২০১৪ সালে জম্মু-কাশ্মিরে ভোট হয়। তবে তখন পূর্ণ রাজ্য হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশটির সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫ (ক) ধারা অকার্যকর করে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা ও সুযোগ সুবিধা খর্ব করেন। জম্মু ও কাশ্মীরকে দুটি ভাগে বিভক্ত করে সেই দুটিকে ভারতের দুটি কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপর জম্মু-কাশ্মিরে এবারই প্রথম বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে।

এদিকে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে জম্মু-কাশ্মিরের সমতল থেকে পাহাড়ি এলাকা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর এনডিটিভি।

জম্মু ও কাশ্মিরে ৯০টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টি আসনে ভোট হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ সবমিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন।

প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মিরের চার জেলা— পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর তিন জেলা— ডোডা, কিস্তওয়ার ও রামবনের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে।

Related Articles