পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) ভোরে ফজরের নামাজের সময় গাজার দারাজ এলাকার একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
ইসরাইলি বোমা হামলায় স্কুলটিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উদ্ধারকারী কর্মীরা।
সূত্র: রয়টার্স