ঘন কুয়াশা পড়ছে দিনাজপুরে

ঘন কুয়াশা পড়ছে দিনাজপুরে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিনাজপুরে কার্তিকের তৃতীয় সপ্তাহে এসে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। রাত ১০টার পর থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক। এসময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ভোরের দিকে কুয়াশার সিদ্ধতা এক অন্য রকম পরিবেশ তৈরি করছে। এমন মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তবে কুয়াশা পড়লেও শীতের অনুভূতি এখনো নেই।

সদর উপজেলার হাউজিং মোড় এলাকার রেজাউল করিম বলেন, কার্তিক মাসের তৃতীয় সপ্তাহে আজকের সোমবার (৪ নভেম্বর) কুয়াশা স্মরণ করে দিয়েছে শীত আসছে। তবে এখন যে শীত অনুভূত হওয়ার কথা তা নেই।

সদর উপজেলা চুনিয়াপাড়া গ্রামের জাকির হোসেন বলেন, দিনে রাতে গরম হলেও ভোরে কুয়াশায় কিছুটা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। শীত আসছে এটা বোঝা যাচ্ছে। ফজরের নামাজ আদায় করার জন্য উঠে দেখি অনেক কুয়াশা।

গাড়িচালক মর্তুজা বলেন, কুয়াশার কারণে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের জুয়েল ইসলাম বলেন, এই আবহাওয়া আলু চাষের জন্য উপযোগী। কুয়াশার পর আবার সকাল সকাল রোদ উঠছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জুর রহমান বলেন, সোমবার ভোরে বেশ কুয়াশা পড়েছিল। এসময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। তবে দিনাজপুরে তাপমাত্র ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

Related Articles