টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪০

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের টঙ্গীর কেরাণিটেক বস্তিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ৪০ জনকে আটক করা হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই অভিযান চালানো হয়।

অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে পাঁচ শ সদস্য অংশ নেন।

গত ২৮ অক্টোবর সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এরপর থেকেই রাজধানীসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে।

গত ১০ দিনে মোহাম্মদপুর ও বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য এবং ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Related Articles