ঢাকা কারাগারের এক কয়েদির মৃত্যু

ঢাকা কারাগারের এক কয়েদির মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাকে হাসপাতালে নেওয়া হয় অচেতন অবস্থায়।

কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

৩৬ বছর বয়সী স্বপনের কয়েদী নম্বর ৬০৩৭/এ, বাবার নাম ইদু মিয়া।

স্বপনকে হাসপাতালে আনেন কারারক্ষী মেহেদী।

তার বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক বলেন, “ভোর ৬টায় স্বপনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। চিকিৎসক পরীক্ষা শেষে পৌনে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।”

ময়নাতদন্তের জন্য স্বপনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Related Articles