সালাফী ইমামের পেছনে নামাজ পড়ার ব্যাপারে দেওবন্দের ফতওয়া কী?

সালাফী ইমামের পেছনে নামাজ পড়ার ব্যাপারে দেওবন্দের ফতওয়া কী?

ফতোয়া ডেস্ক : উপমহাদেশের ইলমের প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ফতওয়া বিভাগে জনৈক লোক এই ফতওয়া চেয়ে জিজ্ঞাসা করেছেন যে, সালাফী কিংবা বেরেলভী ঘরানার কোনো ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে কিনা।

উত্তরে দারুল উলুম জানায়–

এমন ইমামের পেছনে নামাজ না পড়লে যদি সমাজে বিশৃঙ্খলা ও দাঙ্গা- ফাসাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে তাদের পেছনে নামাজ না পড়াটাই শ্রেয়।

কারণ বেরেলভী ও সালাফীদের পেছনে নামায পড়া সর্বাবস্থায় মাকরুহ। তবে কেউ যদি অজ্ঞতা বশত আকষ্মিক এমন কারো ইকতিদা করে ফেলে। এবং ইমামের এমন কোনো ভুলের ব্যাপারে সে না জানে যে ভুল মুক্তাদির নামাযকে নষ্ট করে দেয়। তাহলে তার নামায দুরুস্ত হয়ে যাবে। পুনরায় নামাজটি আদায় করার করার প্রয়োজন নেই।

উত্তর নং: ১৫০৭৫৯

দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ

মূল উর্দু ফতোয়ার লিঙ্ক এখানে

Related Articles