পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রবিবার (২৩ ডিসেম্বর) রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দুটি জনসভায় বক্তব্য দেবেন। তার আগমন উপলক্ষে রংপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাদের সবরকম প্রস্ততি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
রোববার সকাল ৯টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সড়কপথে নির্ধারিত দুটি নির্বাচনী সভায় ভাষণ দেবেন তিনি।
জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনী প্রচার কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানসূচি সম্পর্কে জানানো হয়, সকাল ১০টায় রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর পর দুপুর ২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি।
এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা এবং রংপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা এ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।
আগামীকাল সোমবার বেলা ১১টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন শেখ হাসিনা।
এর আগে গত ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারতের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছিলেন।
নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্যায়ে গতকাল শনিবার সিলেট সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হজরত শাহজালাল (রহ.), হজরত শাহ পরাণ (রহ.) এবং হজরত গাজী বোরহানউদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন। পরে বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।
২২ ডিসেম্বর শনিবার বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারে আসলে দেশের উন্নয়ন হয়, জাতির উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বলেছেন, আওয়ামী লীগ ২১ পর ক্ষমতায় এসে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।
প্রধানমন্ত্রী বলেন, সিলেটসহ সারাদেশে কত মানুষকে বিএনপি-জামায়াত সরকার কত মানুষকে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে তার হিসেব নেই। তারা বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দেশের মান-সম্মান সব ধুলিস্যাৎ করেছে, মাটিতে মিশিয়ে দিয়েছে।