পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের ‘চূড়ান্ত সফল পরীক্ষা’ করেছে রাশিয়া। সীমাহীন পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রটির নাম বুরেভেস্তনিক। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সোচির ব্ল্যাক সি রিসোর্টে একটি বৈঠকে এ দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’ এর পরীক্ষা আসন্ন। তখন খবরটি প্রত্যাখ্যান করেছিল মস্কোর মুখপাত্র। তবে শেষপর্যন্ত পুতিনই দিলেন স্বীকারোক্তি।
সোচিতে বৃহস্পতিবার এক বৈঠকে পুতিন ঘোষণা দেন, বুরেভেস্তনিকের একটি চূড়ান্ত সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি একটি বৈশ্বিক পাল্লার পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র।
পুতিন বলেন, আমরা এখন কার্যত আধুনিক কৌশলগত অস্ত্রের মালিক, যার বিষয়ে কয়েক বছর আগে ঘোষণা দিয়েছিলাম।
মূলত ২০১৮ সালে প্রথম রাশিয়া পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছিল। বুরেভেস্তনিক নামের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন।
যদিও আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে খুব কমই জানা যায়। এমনকি রিপোর্ট রয়েছে, আগের সব পরীক্ষাই ব্যর্থ হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্তত ১৩বার ব্যর্থ হয়েছে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।
এখন চূড়ান্ত সফল পরীক্ষা হয়েছে বলে প্রেসিডেন্ট পুতিনের দাবির যথার্থতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত কোনো কথা বলা হয়নি।
তবে যাই হোক, গত মাসে প্রচারিত স্যাটেলাইট চিত্রগুলো থেকে ইঙ্গিত মিলেছে যে, রাশিয়া সম্প্রতি আর্কটিক দ্বীপে নতুন স্থাপনা তৈরি করেছে। সেখান থেকেই সোভিয়েত আমলে পারমাণবিক পরীক্ষাগুলো চালাতো রাশিয়া।
স্যাটেলাইট চিত্রে, উত্তর বারেন্টস সাগরের একটি দ্বীপপুঞ্জ নোভায়া জেমলিয়াতে পারমাণবিক স্থাপনা নির্মাণ কাজের প্রমাণ মিলেছে।