প্রশ্ন- অজুতে চোখের ভেতরের অংশে পানি পৌঁছানো কি ওয়াজীব?

প্রশ্ন- অজুতে চোখের ভেতরের অংশে পানি পৌঁছানো কি ওয়াজীব?

ফতোয়া ডেস্ক :

উত্তর: না, অজুর সময় চোখের ভেতরের অংশে পানি পৌঁছানো আবশ্যক নয়। বরং স্বাভাবিকভাবে যতটুকু ভিজে তাতেই যথেষ্ট। কারণ চোখের ভেতরের এই অংশটুকু চেহারার আওতাভূক্ত নয়। চেহারা তাকেই বলে যা সর্বাবস্থায় দৃষ্টিগোচর হয়। আর চোখের ভেতরের অংশটুকু স্বাভাবিকভাবে সর্বাবস্থায় দৃষ্টিগোচর হয়না। এছাড়া কোমল এই অংশটুকু বড়ই স্পর্শকাতর। অজুর পানি যদি গরম হয় কিংবা ঠাণ্ডা হয় এতে করে কোমল সেই জায়গাটুকুর ক্ষতির আশঙ্কা রয়েছে। মোটকথা, এই জায়গায় পানি পৌঁছানো অতি কষ্টসাধ্য ব্যাপার। আর শরিয়ত কখনো মানুষের জন্য অতি কষ্টসাধ্য কাজ চাপিয়ে দেয়নি।

হাশিয়ায়ে ইবনে আবেদীন- খণ্ড-১, পৃষ্ঠা, ২১১। বাদাঈউস সানাঈ’ খণ্ড-১ পৃষ্ঠা-৯৭। আল হিন্দিয়া- খণ্ড-১, পৃষ্ঠা-৬

উত্তর প্রদানে, মুফতি আব্দুস সালাম ইবন হাশিম, পরিচালক, ইমাম শাইবানী ফিকহ একাডেমী

Related Articles