ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ১,৪০০ টাকা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ১,৪০০ টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্থানীয় বাজারে স্বর্ণের দামে আবারও উত্তাপ। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ১,৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ কিনতে ভরিপ্রতি খরচ করতে হবে ১,১৮,৩৫৫ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি মঙ্গলবার (২৫ জুন) এক সভায় এ সিদ্ধান্ত নেয়। নতুন দাম বুধবার থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১,১৮,৩৫৫ টাকা। ২১ ক্যারেট ১,১২,৯৭৭ টাকা, ১৮ ক্যারেট ৯৬,৮৩৪ টাকা এবং সনাতন স্বর্ণের দাম পড়বে ৮০,০৬২ টাকা।

অন্যদিকে, রুপার দামে কোন পরিবর্তন আসেনি। ভরিতে ২২ ক্যারেট রুপা ২,১০০ টাকা, ২১ ক্যারেট ২,০০৬ টাকা, ১৮ ক্যারেট ১,৭১৫ টাকা এবং কাটা রুপার দাম ১,২৮৩ টাকা।

Related Articles