ফয়জুল্লাহ আমান— এর সুসময়ের অপেক্ষা

ফয়জুল্লাহ আমান— এর সুসময়ের অপেক্ষা

সুসময়ের অপেক্ষা

আমাদের ফলদার বিশ্বাসের গাছ ভরে গেছে পোকামাকড়ের দঙ্গলে
প্রাচীন সুমেরীয়দের মত আদীম এক বসতি গড়ার স্বপ্নে বিভোর এসব পোকা
কীটের রাজত্বে বড় কষ্টে আছি সুহৃদ পরিচয় বহন করে
আমাদের অন্তরপাড়ায় চলছে কীট বিস্তারের পায়তারা
কঠিন দুর্যোগের মুখোমুখি প্রেমিক সম্প্রদায়
ভ্রান্তির সঙ্গে আপোষ করতে পারলাম না কোন প্রকারেই
আকাশের দিকে তাকিয়ে আমার সংকল্পের কথা জানিয়ে দিয়েছি কোমল কঠিন শব্দমালায়-

সুসময়ের অপেক্ষায় আমরা হাঁটব আদিগন্ত খোলা মাঠ
সত্যের দেখা পেতে গ্রহণ করব অনেক শীত কষ্ট
অন্তর বিক্রি করব না ভুইফোঁড় কীটের কাছে
পোকা মাকড়ের বিরামহীন রাজত্ব চলছে স্পষ্টতার সমাবেশে
পতঙ্গরা দখল করছে সব চেতনা জগত
আমরা তবু মাকড়শা জালে ঘর করতে রাজি হইনি
মহাশূন্যে উড়ে যাইনি ঝামেলার ভয়ে
হাজার দুঃখ জরা নিয়ে আমরা জীবনের মুখোমুখি আছি অনন্ত সময়
একটু আলোর দেখা মনের কোণে দেখনি কি আজ ভোরে?
আমাদের হাতে মশাল নেই সত্য,
সাঁঝের সলতে জলা বাতির মত সামান্য অগ্নি জলেনি কি এই আসরে?

এই ভাঙ্গা বুকের আহাজারি জালিয়ে দিবে সমস্ত শহর
মশা মাছি দৈত্য দানো আবর্জনা এবং নাড়িয়ে দিবে পৃথিবীর সবগুলি ভণ্ডামির সিংহাসন।
এসবকিছুর ভেতর সূর্যদয়ের সময় হয়ে আসে
আরেকটি জগত গড়ে উঠছে আমাদের অভ্যন্তরে চেতনার রঙ মেখে
রাঙা সোনালী সকালের আলো এসে গড়িয়ে পড়ছে লোকচক্ষুর অন্তরালে
উদাস নরম গালের মসৃন চর্ম মাংস অস্থি পিঞ্জর আলোর ছোয়ায় হেসে উঠছে
আলোর বন্যায় ভাসছে পৃথিবীর সব তিমিরাচ্ছন্ন পথ প্রান্তর।

গভীর মর্মস্পর্শী ভাবনাসমগ্র

পৃথিবীর এই সন্ধ্যায় একঝাক শ্বেত পায়রার সাথে উড়ি ধুলোময় দিগন্ত পথ
অন্ধকার ধেয়ে আসে অকস্মাত কালো আকাশের নরম বুক চিরে

হায়! তুমি কোন অমরাবতির তরে ক্রন্দনোদ্যত!
অনেক শোরগোল শুনেছি শত সহস্র শতাব্দী
তোমার কোমল দেহে অস্তগিরির হিংস্র আঁচড় শুকায়নি আজও
এখনও ডুবে আছ কোন অতীতের নিশ্চিত ভুলে

প্রিয়তমা তোমার মধুর কণ্ঠ শুনিয়াছি বহু সহস্র বাক্যবান
আর কোন নতুন শব্দ জোযনা নয়
এবার নির্মাণ করব মহানীরবতা
অভিধান মুছে রচনা করব নির্বাক গ্রন্থ

আমি এতটাই চুপ থাকব এখন— আমার নীরবতায় ফেটে চৌচির হবে সশব্দ প্রস্তরখণ্ডগুলো
হঠাৎ এক সকালের সোনালী আলোয় পৃথিবীর বুকে হেসে উঠবে
নিশ্চুপ গভীর মর্মস্পর্শী ভাবনাসমগ্র

তারপর
তারপর একদিন ঘুমভেঙে দেখবে
সাইবার দুনিয়ায় কেয়ামত নেমে এসেছে
মহা সমারোহে।
আগুন জ্বলছে সারা বাঙলার সবুজ বৃক্ষ হাওর বাওর পর্বত পাহাড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *