ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির সুলতানপুর বিওপির একটি সূত্র নাম না প্রকাশের শর্তে ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বিজিবির সুলতানপুর বিওপির একটি দল। এ সময় বিজিবি অবস্থান টের পেয়ে খাড়েরা সীমান্ত এলাকায় চোরাকারবারি ৩১ বক্স বাংলাদেশি ইলিশ রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দের পর ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Related Articles