মা

মা

‘মা’ একমাত্র শব্দ, যে শব্দে মিশে আছে প্রেম-ভালোবাসা, মমতা-স্নেহ, আদর-সোহাগ আর সম্মান। পৃথিবীর সবটুকু সম্মানও যদি মাকে দেয়া হয়, তবুও তা পূর্ণ হবে না। মা হলেন একটি দীপাধার; যেখান থেকে আলো ছড়ায়। মা হলেন জ্যোতি। মা ছাড়া পৃথিবীর সব চাওয়া-পাওয়া অর্থহীন। পৃথিবী টিকে আছে মায়ের অবদানেই। এ ধরাতে যত মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে তার পেছনে রয়েছে মায়েদের অসামান্য অবদান। মায়েরা চিরস্মরণীয়। চিরকাল মানব মনে অঙ্কিত থাকবে তাদের নাম।

‘মা’ নামক সুমধুর শব্দটি স্মৃতিতে আসলেই ভেসে উঠে তার কত সম্মান, কত মর্যাদা। কত নিরাপদ তাঁর আশ্রয়, কত অনাশ্রিতের আশ্রয়দাতা, মনের কত কথা জমা রাখার জায়গা, কত ভালোবাসামিশ্রিত শাসন, কত মমতা, কত হাজারো কষ্ট লুকিয়ে রাখেন, কত নম্রতা, কত কোমলতা। মা তো মা-ই। মায়ের তুলনা হয়না। মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে মায়েদের মর্যাদার কথা বর্ণনা করেছেন। ইরশাদ করেছেন, ‘যখন তাঁরা বার্ধক্যে উপনীত হবে তখন তোমরা তাঁদের ‘উফ’ শব্দটাও বলো না। ধমকও দিয়ো না। তাঁদের সাথে নরমভাবে কথা বল। তাঁদের জন্য রহমতের দুটি ডানা বিছিয়ে দাও এবং আল্লাহর কাছে বল, হে আল্লাহ আপনি তাঁদের প্রতি রহম করুন যেভাবে তাঁরা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।

হাদিস শরীফেও আমাদের নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’।

অন্য এক হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সন্তানের প্রতি সবচেয়ে বেশি অধিকার রাখে মা, তারপর মা, তারপর মা, তারপর বাবা। নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘মা হলেন সন্তানের আদর্শ বিদ্যানিকেতন, মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলাম তাঁকে শহীদের মর্যাদা দিয়েছে। (বুখারী শরীফ)

বিখ্যাত ব্যক্তিরাও মাকে নিয়ে বিভিন্ন উক্তি ব্যক্ত করেছেন।

সন্তানরা হল ধারালো চাকুর মত, তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সঙ্গে লেগে থাকে। -জোয়ান হেরিস

পৃথিবীতে হাজারো বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন থাকবে। কিন্তু সবশেষে একজনকেই খুঁজে পাওয়া যাবে। যাকে শত আঘাত দেওয়ার পরেও সে শুধু সন্তানের ভবিষ্যৎ নিয়েই ভাবে। তিনি হলেন মা। পৃথিবীর একমাত্র নিরাপদ কোল হল মায়ের কোল। সন্তান যখন আঘাত পেয়ে ঘরে এসে মায়ের কোলে উঠতে চায়, মা যত জোরে সরিয়ে দিতে চায় সন্তান তত জোরে মায়ের কোলে উঠতে চায়। এটাই ‘মা’।

শূন্য হাতে পৃথিবীতে এসে, চোখ খুলে মমতাময়ী মায়ের মুখটির প্রেমে পড়ার মধ্য দিয়েই শুরু হয় জীবন। আমার মা আমার জান্নাত, চৌদ্দশত বছর আগে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন, ‘তারা দু’জন তোমার জান্নাত জাহান্নাম। তাদের হক আদায় করেই তুমি জান্নাত হাসিল করতে পারবে। নয়তো জাহান্নাম।’

আমার অনেক কাছের একজন শিক্ষক বলতেন, হারাম বিষয় ছাড়া মায়ের সব কথা মানা জরুরি। মা যদি তোমাদের পড়াশোনা ছেড়ে দিতে বলে অবশ্যই ছেড়ে দিতে হবে। যদি কাজ করতে বলে কাজ করো। মায়ের অবাধ্য হওয়া যাবেনা।

পৃথিবীর সকল মায়েদের আল্লাহ তায়ালা মঙ্গল করুন। আল্লাহ তায়ালা আমাদের মরহুমা মায়েদের জান্নাতুল ফেরদৌসের আলা মাকাল দান করুন। যাঁরা বেঁচে আছেন তাদের নেক হায়াত দান করুন। আমিন।

লেখক, মুশতাক আহমদ
শিক্ষক ও গবেষক

Related Articles