মেট্রোরেল বন্ধের প্রভাব সড়কে, যানজটে ভোগান্তি

মেট্রোরেল বন্ধের প্রভাব সড়কে, যানজটে ভোগান্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার আজ সকাল থেকে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোরেল বন্ধ থাকায় ওই দুই পাশের সড়কে যাত্রীদের চাপ বাড়ে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার পর ট্রেন বন্ধ হয়ে গেলে যাত্রাপথে ভোগান্তি শুরু হয় বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা করা যাত্রীদের।

এছাড়া রাজধানীর সায়েন্সল্যাব, নিউ মার্কেট, শাহবাগ, গুলিস্তান, বনশ্রী ও সাতরাস্তা এলাকায় দুপুরে থেকে অতিরিক্ত গাড়ির চাপ দেখা গেছে।

কাওরান বাজার থেকে ব্যবসায়িক কাজে মতিঝিল রওনা হয়েছিলেন মনিরুল ইসলাম। মেট্রোরেল বন্ধ থাকায় অন্যান্য যাত্রীদের মতো আজ তাকেও গন্তব্য পৌঁছাতে বাস বেছে নিতে হয়।

তিনি বলেন, মেট্রোরেল হঠাৎ বন্ধ হয়ে গেলো। মেট্রোরেলে গেলে আমাদের সময় কম লাগে, নির্ধারিত সময়ে যাওয়া যায়। আর সেভাবেই পরিকল্পনা করি। এখন বাসে উঠে কখন যে পৌঁছাতে পারবো ঠিক নাই।

আরেক যাত্রী রাব্বি মিয়া বলেন, আমরা সবসময় বাসেই যাই। কোনোদিন সিট পাই, কোনোদিন পাই না। আজ দেখছি লোকজনের অনেক চাপ। মনে হচ্ছে বাসে ঝুলে যাওয়া ছাড়া উপায় নেই।

এছাড়া হঠাৎ মেট্রোরেল বন্ধ হওয়ায় যাত্রীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রাপথে ভোগান্তির কথা জানিয়েছেন।

এ বিষয়ে তেজগাঁও জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) স্নেহাশীষ দাস বলেন, মেট্রোরেল বন্ধ থাকায় রাস্তায় গাড়ির চাপ অন্যদিনের চেয়ে কিছুটা বেশি। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ফার্মগেট এলাকায় সড়কের একটি লেন বন্ধ রেখে মেট্রোরেল মেরামতের কাজ করা হচ্ছে। তাই সেখানে গাড়ির চাপ কিছুটা বেশি।

এদিকে বিষয়টি নিয়ে ডিএমটিসিএল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

Related Articles