রাশিয়ার ৩০ কিমি ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা

রাশিয়ার ৩০ কিমি ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্কের ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। এমন পরিস্থিতিতে অঞ্চলটির গভর্নর অ্যালেক্সি স্মিরনভ বলেছেন, যেসব জায়গা সাধারণ মানুষের পক্ষে নিরাপদ নয়, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটিতে ইউক্রেনের সেনার সঙ্গে রাশিয়ার সেনার তুমুল লড়াই চলছে।

রাশিয়ার মিডিয়া জানিয়েছে, ইউক্রেনের সেনা ঢুকে পড়ার পর কুরস্ক থেকে ৭৬ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

কয়েক দিন আগে কুরস্কে ইউক্রেনের সেনা ঢুকে পড়ে বলে জানায় রাশিয়া। এরপর রাশিয়ার পক্ষ থেকে কুরস্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রোববার সন্ধ্যায় বলেছেন, রাশিয়া এই কুরস্ক থেকে প্রায় দুই হাজারবার সীমান্ত পেরিয়ে ইউক্রেনে হামলা করেছে। তারই একটা ন্যায্য প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া গোলা, মর্টার, ড্রোনের মাধ্যমে আক্রমণ করেছে। এই আক্রমণের একটা ন্যায্য প্রতিক্রিয়া দরকার ছিল। একদিন আগেই কুরস্কে সেনা অভিযানের কথা স্বীকার করে নেয় ইউক্রেন।

Related Articles