পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার সাইবেরিয়াতে একটি কয়লাখনিতে আগুন লেগেছে। দ্য রুবান নামের এই খনিটি কেমেরোভোতে অবস্থিত। খনির ভেতর থেকে খনিশ্রমিকদের বের করে আনতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। খনির ভেতরে ১৩৯ জন মাইনার আছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৯ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, খনির ভেতরে আছে ১২৮ মাইনার। ইতিমধ্যে ১০ জনকে বের করা হয়েছে।
জানা গেছে, খনিটির মালিক সুইক কয়লা কোম্পানি। তাস নিউজ এজেন্সি কোম্পানির একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, একটি সিম অতিরিক্ত গরম হয়ে গেছে এবং জরুরি প্রতিক্রিয়া চলছে।