সব সংস্কার কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তির দাবি ইসলামী আন্দোলনের

সব সংস্কার কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তির দাবি ইসলামী আন্দোলনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ‘নির্বাচন, বিচার ও দুর্নীতি দমনসহ সব সংস্কার কমিটিতে বিশেষজ্ঞ আলেমদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে ফজলে বারী মাসউদ ও আরিফুল ইসলাম বলেন, ‘আমরা জানলাম না, শুনলাম না, আমাদের সঙ্গে কোনও আলোচনাও করা হলো না। অথচ আপনারা ছয়টি সংস্কার কমিশন গঠন করে ফেললেন।’

‘কীভাবে ছয় কমিশন গঠন করা হলো এবং কাদেরকে কিসের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হলো? এসব প্রশ্নের সুস্পষ্ট ব্যাখ্যা ড. ইউনুস সাহেবের কাছ থেকে প্রত্যাশা করি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যাদের ত্যাগ ও কোরবানিতে স্বৈরাচারের পতন, বিশেষ করে আলেম সমাজ ও ধর্ম প্রিয় মানুষ। তাদের যৌক্তিক চাহিদাকে অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষা কমিশনের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় ইসলাম বিদ্বেষী দুজন সদস্যের অন্তর্ভুক্তি আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান জানাতে হবে।’

Related Articles