পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
লঘুচাপের বিষয় জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘লঘুচাপের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এটি দ্রুতই বিলীন হয়ে যাবে।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বুধবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।