সাত ডিসিসহ ডিএমপির ১১ কর্মকর্তা বদলি

সাত ডিসিসহ ডিএমপির ১১ কর্মকর্তা বদলি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাতজন হলেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার এবং চারজন হলেন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা।

সোমবার (১৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা আলাদা দুটি আদেশে এই বদলি করা হয়।

৭ উপপুলিশ কমিশনারের (ডিসি) মধ্যে আ স ম শামসুর রহমান ভুঁঞাকে গোয়েন্দা রমনা ও মতিঝিলে বিভাগে, ড. হুমায়রা পারভীনকে ডিএমপি সদর দপ্তরে, সালমা সৈয়দ পলিকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক লালবাগ ও রমনায়, রেজাউল করিমকে পিএমও পশ্চিমে, তারেক জুবায়েরকে প্রসিকিউশন বিভাগে এবং আব্দুল আউয়ালকে গোয়েন্দা লালবাগ ও ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

আর ৪ সহকারী কমিশনারের (এসি) মধ্যে জুনায়েদ জাহেদীকে ট্রাফিক গুলশানে, নজরুল ইসলামকে গোয়েন্দা গুলশানে, আরিফুর রহমান রনিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে ও আশফাক আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

Related Articles