পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে বিখ্যাত দ্বায়ী মাওলানা তারিক জামিল। মঙ্গলবার (১ জানুয়ারি) বুকে ব্যথা অনুভব করায় তাকে পাকিস্তানের লাহোরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে কানাডা থেকে পাকিস্তানে ফিরেন মাওলানা তারিক জামিল। ফেরার পর থেকে তিনি সুস্থই ছিলেন। আজ মঙ্গলবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় দ্রুত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে পাকিস্তানের সামা টিভির খবরে বলা হয়েছে, চিকিৎসকরা মাওলানা তারিক জামিলের পরীক্ষানিরীক্ষা করে দেখছেন। তারা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যায় তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে।
সূত্র: সামা টিভি