হেলমেট ছাড়া পেট্রোলপাম্পে গেলে পুলিশে খবর দেওয়ার নির্দেশ

হেলমেট ছাড়া পেট্রোলপাম্পে গেলে পুলিশে খবর দেওয়ার নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সড়ক দুর্ঘটনা রোধে চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু হয়েছে। শনিবার দুপুরে (১৮ মে) শহরের বাসস্ট্যান্ড এলাকায় তিন দিনব্যাপী এই অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। হেলমেট ছাড়া জ্বালানি নিতে পেট্রোল পাম্পে গেলে মোটরসাইকেল চালকদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

এ সময় বাসস্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এ ছাড়াও পেট্রোলপাম্পগুলোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়।

এদিকে, শহরের যানজট এড়াতে ট্রাফিক বিভাগে একটি রেকার সংযুক্ত করা হয়। জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাসহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার বলেন, ‘হেলমেটবিহীন কোনও মোটরসাইকেলযাত্রী সড়কে চলাচল করতে পারবে না। এমনকি হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে কেউ পেট্রোলপাম্পে যদি যান সেখানেও তারা জ্বালানি নিতে পারবেন না।’

তিনি বলেন, ‘নো হেলমেট নো ফুয়েল’-এর কার্যক্রম সারা দেশে চালু হয়েছে। আমরা আজ চাঁদপুর জেলাতেও আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনটি শুরু করেছি। আমরা প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইনে জরিমানার আওতায় নিয়ে আসছি। বেশ কিছুদিন ধরেই আমরা প্রচার চালিয়েছি যেন কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালান। তারপরও যারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। ইতোমধ্যেই আমরা প্রতিটি পেট্রোলপাম্পকে নির্দেশনা দিয়েছি, হেলমেট ছাড়া কোনও মোটরসাইকেল যাত্রী যদি পাম্পে জ্বালানি নিতে আসে তাদের আইনের আওতায় আনার জন্য। পাম্প থেকে যেন আমাদের ট্রাফিক পুলিশকে খবর দেয়।’

তিনি বলেন, ‘যারা অননুমোদিত জায়গায় দীর্ঘ সময় পার্কিং করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করবে, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রেকারের প্রয়োজন ছিল। আজ থেকে আমাদের পুলিশের অধীনে একটি রেকার সংযোজন করেছি। এখন থেকে যদি কেউ অবৈধভাবে পার্কিং করে অথবা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে, সড়কে শৃঙ্খলা আনার জন্য তাদের গাড়ি রেকার দিয়ে অপসারণ করা হবে।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহফুজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি এনামুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

Related Articles