পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীতে ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার (২২ জুলাই) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সরকার পদত্যাগের এক দফা দাবির ডাক দিয়েছে। আর তার ফয়সালা হবে রাজপথে। তাই আমাদের দাবি নির্দলীয়, নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’