অক্টোবরে চার মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স

অক্টোবরে চার মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রণোদনা ২.৫% থেকে বাড়িয়ে ৫% করায় অক্টোবরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এই মাসে প্রবাসীরা ১.৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।

বুধবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, প্রবাসীরা সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স বেশি পাঠিয়েছে ৬৪৩ মিলিয়ন ডলার, আগের মাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৪৮.২০%। সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১.৩৩ বিলিয়ন ডলার, যা ছিল গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

২০২২ সালের অক্টোবরে প্রবাসীদের রেমিট্যান্স এসেছিল ১.৫৯ বিলিয়ন ডলার।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ৬.৮৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭.১৯ বিলিয়ন ডলার। সে হিসাবে, চলতি অর্থবছরের চার মাসে রেমিট্যান্স কম এসেছে ৪.৩৬%।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *