অক্সিজেন প্ল্যান্ট স্থাপিত হলো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে

অক্সিজেন প্ল্যান্ট স্থাপিত হলো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালে স্থাপন করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন।

শুক্রবার (২৪ জুলাই) থেকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পাচ্ছেন রোগীরা। সরকারি অর্থায়ন ও শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সহযোগিতায় এ সেন্ট্রাল অক্সিজেন লাইন বসানো হয়।

হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসা সেবা চললেও সরকারের কোনো ‘সুনজর’ ছিল না। তবে

সম্প্রতি করোনা পরিস্থিতির পর থেকে হাসপাতালের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যুক্ত করা হয়েছে ভেন্টিলেটরসহ ১০ শয্যার আইসিইউ। বৃহস্পতিবার প্ল্যান্টটির সম্পূর্ণ কাজ শেষ হয়। এরই মধ্যে অক্সিজেন সাপ্লাইও শুরু হয়েছে।

জানা গেছে, স্বাভাবিক সময়ে ১৩ হাজার লিটার তরল অক্সিজেন ধারণ ক্ষমতা সংবলিত প্ল্যান্টটি একবার পূর্ণ করলে ২-৩ সপ্তাহ নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা যাবে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বেশি থাকায় এক সপ্তাহ বা তারও কম সময় ব্যবহার করা যাবে।

প্রাথমিকভাবে ৬ হাজার লিটার তরল অক্সিজেন দিয়ে চালু করা হয়েছে প্ল্যান্টটি। যা দিয়ে আগামী ৪-৫ দিন চলবে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ২২ জুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু করা হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *