অগ্নি নিরাপত্তা মহড়া বঙ্গবন্ধু টানেলে

অগ্নি নিরাপত্তা মহড়া বঙ্গবন্ধু টানেলে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: কর্ণফুলী নদীর তলদেশে নবনির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চলতি মাসের ২৮ অক্টোবর উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এই লক্ষে নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এদিকে সোমবার নবনির্মিত এই টানেলে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট এবং নগর পুলিশের (সিএমপি) সদস্যরা।

দুই একদিন পর টানেল ঘিরে চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, সকালে এই মহড়ার সময় পরীক্ষামূলকভাবে একটি গাড়িতে আগুন লাগানো হয় এবং সেটা কীভাবে বের করে আনা হবে, তার মহড়া চলে। টানেলের ভেতরে কোনো গাড়ি দুর্ঘটনায় পতিত হলে দ্রুত সময়ের মধ্যে সেটা সরিয়ে নেওয়ার বিষয়টিও মহড়ায় অন্তর্ভুক্ত ছিল। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ২৫ জন সদস্য এবং পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের প্রায় শতভাগ কাজ হয়েছে। টানেলটির দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেল উদ্বোধনের কথা রয়েছে।

পরদিন ২৯ অক্টোবর বহু প্রতীক্ষিত স্বপ্নের এই টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *