অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার

অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিন নারী পুলিশ সুপারসহ চার কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন— পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার বেগম তাপতুন নাসরীন, সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম জেসমিন বেগম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বেগম হামিদা পারভীন।

রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপন বলা হয়, তিন জন নারী এসপিসহ চার জন এসপিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্ব-স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *