অনাস্থা প্রস্তাব খারিজ, সংসদ ভেঙে দেয়ার পরামর্শ ইমরানের

অনাস্থা প্রস্তাব খারিজ, সংসদ ভেঙে দেয়ার পরামর্শ ইমরানের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে সংবিধানের ৫ নং অনুচ্ছেদের পরিপন্থী বলে অভিহিত করে তা খারিজ করেন তিনি।

বিরোধী দলগুলি স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার কারণে সুরি আজকের অধিবেশনের সভাপতিত্ব করেন।

এদিকে পাক প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দিয়েছেন ইমরান খান।

রোববার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি জানান, প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অনাস্থা প্রস্তাবকে সংবিধানের ৫ নং অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক বলে অভিহিত করার কয়েক মুহূর্ত পর এই ঘোষণা দেন ইমরান।

এর আগে ইমরান খানের সরকারের ভাগ্য নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। অধিবেশনটি প্রথমে সকাল সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘণ্টা পিছিয়ে শুরু হয়।

এদিকে অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *