অপরাধ করে শাস্তি এড়ানোর সুযোগ নেই : আইজিপি

অপরাধ করে শাস্তি এড়ানোর সুযোগ নেই : আইজিপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে কোনো অপরাধ করে শাস্তি থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: মইনুল ইসলাম।

তিনি বলেন, ‘যারা অন্যায়ের সাথে জড়িত, তারা সংখ্যায় কম এবং আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তবে তারা নগণ্য হবে। গতকালের ঘটনা তারই প্রমাণ। আমরা তাদের গ্রেফতার করেছি এবং দ্রুত ব্যবস্থা নিয়েছি। তাই যারা অপরাধ করতে চায়, তাদের পালানোর কোনো সুযোগ নেই।’

শনিবার সকালে রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।

দুর্গাপূজার পর ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও ট্রাফিক ব্যবস্থাপনায় অভিযান পরিচালনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলার অবনতি রোধে পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো স্পর্শকাতর বিষয়ে পুলিশকে অবহিত করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান আইজিপি।

Related Articles