অপুষ্টি এবং পানিশূন্যতায় গাজার ৬০ হাজার গর্ভবতী নারী

অপুষ্টি এবং পানিশূন্যতায় গাজার ৬০ হাজার গর্ভবতী নারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আন্তর্জাতিক নারী দিবসে গাজায় নারীদের করুণ অবস্থার কথা জানালেন উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা। অপুষ্টি এবং পানিশূন্যতায় ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে গাজার হাজার হাজার নারী। স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, অপুষ্টি এবং পানিশূন্যতায় ভুগছেন গাজার প্রায় ৬০ হাজার গর্ভবতী নারী। খবর আল-জাজিরা।

আল-কুদরার বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় প্রতি মাসে গড়ে ৫ হাজার নারী তাদের সন্তান প্রসব করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই অনিরাপদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে এসব সন্তান প্রসব করছেন ভুক্তভোগী নারীরা।

ফিলিস্তিনি নারীদের পাশে দাঁড়াতে এবং ওই অঞ্চলে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বৈশ্বিক নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আশরাফ আল-কুদরা।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় আগ্রাসী হামলা শুরু করে ইসরায়েল। এতে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৩১ হাজার ছুঁই ছুঁই। আহতের সংখ্যাও ৭০ হাজারের অধিক। জাতিসংঘের তথ্যমতে, এসব হতাহতের বেশির ভাগই নিরপরাধ নারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *