অবরোধের ২৭ ঘণ্টায় ১৬ স্থানে অগ্নিসংযোগ

অবরোধের ২৭ ঘণ্টায় ১৬ স্থানে অগ্নিসংযোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলছে বিএনপি-জামায়াকের ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি। গতকাল (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধে প্রথম ২৭ ঘন্টায় সারা দেশে ১৬টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নয়টি বাস, দুটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক, একটি পিকআপ ভ্যান, দুটি কমার্শিয়াল প্রোডাক্ট শোরুম ও একটি পুলিশ বক্স পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে এসব অগ্নিকাণ্ডের খবর এসেছে।

এর মধ্যে ঢাকা মহানগরীতে (পোস্তগোলা, খিলগাঁও, বারিধারা) চারটি, ঢাকা বিভাগে (সাভার, গাজীপুর) ৬, চট্টগ্রাম বিভাগে (কর্ণফুলী, রাঙ্গুনিয়া) ৩ ও রাজশাহী বিভাগে (বগুড়া, সিরাজগঞ্জ) তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিএনপি গতকাল থেকে তিন দিনের অবরোধের ডাক দিয়েছে। একই কর্মসূচি ঘোষণা করেছে দলটির জোটসঙ্গী ও সমমনা দলগুলো। এছাড়া, জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *