অসহ্য গরমে অস্বস্তি ঢাকার বাতাসে

অসহ্য গরমে অস্বস্তি ঢাকার বাতাসে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। দেখা নেই বৃষ্টিরও। অসহ্য গরমে জনজীবনে হাঁসফাঁস। এর সঙ্গে ঢাকাবাসীর জন্য বাড়তি বিড়ম্বনা হিসেবে দেখা দিয়েছে বায়ুদূষণ।

তীব্র গরমের মধ্যে ঘনবসতিপূর্ণ ঢাকার বাতাসের মান “অস্বাস্থ্যকর” অবস্থায় রয়েছে। সোমবার (৫ জুন) সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১২১ নিয়ে দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা।

সোমবার সকালে ভারতের দিল্লি, কুয়েত সিটি এবং ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে একিউআই স্কোর ১৬১, ১৫৫ ও ১৫১ নিয়ে তালিকার প্রথম তিনিটি স্থানে রয়েছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম ১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজন (৩৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *