আইসোলেশনে শিক্ষামন্ত্রী

আইসোলেশনে শিক্ষামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আইসোলেশনে আছেন। তার স্বামীর করোনা শনাক্ত হওয়ায় সতর্কতা হিসেবে তিনি আইসোলেশনে আছেন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের আজ রোববার, ৩০ জানুয়ারি, বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে দীপু মনির স্বামী ড. তৌফিক নেওয়াজের কোভিড টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তিনি একজন বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের, টিআইবি, ট্রাস্টি বোর্ড সদস্য। স্বামী করোনা পজিটিভ হওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, শিক্ষামন্ত্রীর স্বামী ড. তৌফিক নেওয়াজের করোনার উপসর্গ ছিল। এরপর নমুনা টেস্ট করতে দেন। পরে গতকাল, শনিবার, রাতে করোনা শনাক্ত হয়। বর্তমানে নার্সদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে, স্বামীর করোনা শনাক্ত হওয়ায় গতকাল রাত থেকে আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী। এ কারণে আগামীকাল সোমবার, ৩১ জানুয়ারি, দুপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, তাতে সরাসরি যোগ দিতে পারবেন না দীপু মনি। তবে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *