আওয়ামকে কুরআনের মশকের মধ্যেই থাকা উচিত : আল্লামা মাসঊদ

আওয়ামকে কুরআনের মশকের মধ্যেই থাকা উচিত : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : সাধারণ মানুষ যাদের পবিত্র কুরআনুম মাজিদ বিশুদ্ধ পড়তে পারেন না এমন ব্যক্তিদের সারা জীবন কুরআনের মশকে মশকে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, কুরআন বিশুদ্ধভাবে শেখার জন্য প্রয়োজনে নিজের জায়গা-জমি বিক্রি করেও শিক্ষক রাখা উচিত।

সোমবার রাতে রাজধানীর ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদে আলেমদের এক বৈঠকে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

মসজিদে ইতেকাফরত সাধারণ ব্যক্তিদের কুরআন তিলাওয়াত বিশুদ্ধ করার প্রতি গুরুত্ব দিয়ে আল্লামা মাসঊদ বলেন, অন্তত নামাজ পড়ার জন্য পরিমাণমতো কুরআন তিলাওয়াত শিক্ষা করা তো ফরজ। কারণ তিলাওয়াত অশুদ্ধ হলে নামাজ হবে না। নামাজ না হলে জীবনের কী মূল্য থাকলো?

দায়িত্বশীল আলেমদেরকে কুরআন অধ্যয়নের প্রতি সাধারণদের দরদ জাগিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *