আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলা: এরদোগানের প্রতি সৌদী কিং ও ক্রাউন প্রিন্সের শোকবার্তা

আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলা: এরদোগানের প্রতি সৌদী কিং ও ক্রাউন প্রিন্সের শোকবার্তা

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ভিন্ন ভিন্ন দুটি টেলিগ্রামে সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত রবিবার আঙ্কারায় ঘটে যাওয়া আত্নঘাতী “সন্ত্রাসী” হামলার নিন্দা জানিয়েছেন।

বাদশাহ সালমান এরদোগানকে আশ্বস্ত করে বলেন, ‘সৌদি আরব তুরস্কের জনগণের পাশে আছে’।

খাদিমুল হারামাইন আরও বলেন, “আমরা আঙ্কারায় সংঘটিত সন্ত্রাসী হামলার খবর পেয়েছি এবং এর ফলে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা এই বর্বরোচিত কাজের তীব্র নিন্দা জানাই। আমরা তুরস্ক এবং এর ভ্রাতৃপ্রতিম জনগণের সাথে আছি। সেই সাথে আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনার দেশ ও দেশের জনগণকে সমস্ত অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করেন।”

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ও তুরস্কের প্রেসিডেন্টকে একটি টেলিগ্রাম পাঠিয়েছেন।

এমবিএস তাতে বলেছেন- “আমি আঙ্কারায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার খবর জানতে পেরেছি এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবরও পেয়েছি। আমি এই অপরাধমূলক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রার্থনা করি যেনো, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠেন।

এই শোকবার্তা বিনিময়ের মধ্য দিয়ে তুরস্ক ও সৌদির মাঝে জামাল খাসোগী হত্যার পর তৈরী হওয়া নীরব দ্বন্দ নিরসন হয়ে দুই দেশের মাঝে পুনরায় বন্ধুত্ব সৃষ্টি হবে বলে ধারণা করা যায়।

সূত্র- আশ-শারকুল আওসাত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *